• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রাজারহাটে আনসার ও ভিডিপি‍‍`র ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং ও প্রশিক্ষণ উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা আনসার ও ভিডিপি আয়োজিত ব্রিফিং ও প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল এ কে এম  ওহিদুন্নবী। 

এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,আনসার ও ভিডিপি জেলা কমান্ডার নাহিদ হাসান জনি, রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসাদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. জেসমিন নাহার,উপজেলা প্রশিক্ষক কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া,উপজেলা প্রশিক্ষকা ছালমা বেগম। রাজারহাট উপজেলায় সাত ইউনিয়ন ১শত ২৬টি মন্দিরে ৮ শত ২ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –