• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন (লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন) অধীনস্থ বাগভান্ডার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় বাগভান্ডার দ্বীমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার বিএ-৫১০০ কর্নেল মোঃ ইয়াছির জাহানসহ মোট-২১ জন। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার সেক্টর কমান্ডার ডিআইজি ওরুজান্ট সিং ধালিওয়ান এবং গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি যুগেন্দ্র দেব ভাসতসহ মোট-৩৯ জন সদস্য।

পরবর্তীতে শুভেচ্ছা বিনিময়ের আলোচনা সভা এবং মধ্যহভোজের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে পতাকা বৈঠক শেষ হয়।

পতাকা বৈঠকে আলোচিত বিষয়সমূহঃ সীমান্তে দুই দেশের নাগরিকদের অবাধ চলাফেরা বন্ধ, সীমান্তে গুলি/হত্যা বন্ধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভবন নির্মানে অনুমতি নিতে হবে, চোরাচালান ও মাদক রোধ করা, নারী ও শিশু পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করা,  দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –