• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে মিলল নববধূর মরদেহ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের ১৭ দিন পর আমেনা বেগম (২৩) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত আমেনা বেগম উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকার শ্রী জ্ঞান চাঁদের মেয়ে। তার নাম ছিল আদুরি রানি। ২০১৫ সালে তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় একজনকে বিয়ে করে ঢাকায় চলে যান। তবে সেই সংসার বেশি দিন করতে পারেননি তিনি। স্বামী মারা যাওয়ায় বছর তিনেক আগে চিলমারীর পূর্ব মুদাফৎ এলাকায় এসে মানুষের বাড়িতে থাকতেন। বছরখানেক আগে সামাজিক সংগঠন থেকে তিনি একটি টিনের ঘর পান। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন। সবশেষ ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আবতাব উদ্দিনের ছেলে সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সঙ্গে বিয়ে হয় আমেনার। তখন থেকে শাহাবুদ্দিন আমেনার বাড়িতেই থাকতেন।

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, দুপুরে ওই এলাকা থেকে লোকজন ফোন দিলে আমি ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অবস্থায় জানালা দিয়ে শয়নকক্ষে বিছানার ওপর আমেনার মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর পুলিশ এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –