• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এসব ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে সুবিধাভোগীদের ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।

এ সময় চরভূরুঙ্গামারী ইউনিয়নের ৬টি, শিলখুড়ি ইউনিয়নের ৩টি ও পাথরডুবি ইউনিয়নের একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর দেয়া হয়। 

ঘর পেয়ে আবেগাপ্লুত চরভূরুঙ্গামারী ইউনিয়নের ফজলু হক ও শিলখুড়ি ইউনিয়নের নুরুল ইসলাম বলেন, মাথা গোঁজার জায়গা ছিল না। ঘর পাওয়াতে এখন ছেলে মেয়ে নিয়ে নিরাপদে থাকতে পারবো। ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –