• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

রৌমারী সফরে ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্য

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

আজ বেলা ১১.৩০টায় ইউরোপীয় ইউনিয়নের দুইজন সদস্য Local government Initiative on climate change (Logic) project.এর কার্যক্রম পরিদর্শনের জন্য চিলমারী উপজেলা হতে স্পীডবোর্ড যোগে রৌমারী এলাকায় সফর করেন।

পরে দুপুর ১২টায় রৌমারী থানাধীন চর বামনের গ্রামে Local government Initiative on climate change (Logic) project.হতে দেওয়া স্যানিটারী ল্যাট্রিন,নলকূপ ও গবাদীপশু পালন সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেন। এরপর সুতিরপাড় গ্রামে স্থানীয় লোকজনের সাথে আলোচনা সভা করেন। এরপর শৌলমারী ইউনিয়ন পরিষদে মধ্যান্হ ভোজ সম্পন্ন করেন। পরে দুপুর ২.৩০টায় শৌলমারী ইউনিয়নের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

আলোচনা সভা শেষে  ৩.৫০ টায়স্পীডবোর্ড যোগে রৌমারী থানাধীন ফলুয়ারচর ঘাট হতে চিলমারীর উদ্দেশ্যে রৌমারী ত্যাগ করেন। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –