• বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী।

গতকাল শনিবার ফুলবাড়ী ডিগ্রী কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। মোট ভোটার সংখ্যা ছিল  ৪৮৩ জন।

নির্বাচনে সাবেক সভাপতি আব্দুল মালেক লেচু চেয়ার প্রতীকে ৩৯৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি ও মমিনুল ইসলাম তালা প্রতীক ২০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 

এছাড়াও সহ সভাপতি পদে নুরনবী ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আলী, প্রচার সম্পাদক আক্কাস আলী, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র ও কার্যকরী সদস্য পদে ফারুক হোসেন নির্বাচিত হন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –