• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

চিলমারীতে এইচএসসি’র ফলাফলে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের চিলমারীতে এবারেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের মেয়েরা।এর পরই স্থান করে নিয়েছে চিলমারী মহিলা কলেজ। বরাবরই চিলমারী সরকারী কলেজে প্রত্যাশিত ফলাফল থাকে না। 

এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে,পাঠদান নিয়মিত না হওয়াসহ ছাত্রদের উপস্থিতির সংখ্যা কম থাকায়। প্রতিবছর অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই পিছনে থাকে এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি চিলমারী মহিলা ডিগ্রী কলেজ কিছুটা ভালো ফলাফল করলেও তুলনামূলক ভাবে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের থেকে অনেকাংশে পেছনেই অবস্থান তাদের।

আজ রোববার সারাদেশে এইচএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে চিলমারীতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১৪জন। এর মধ্যে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ থেকে ১১জন, চিলমারী মহিলা ডিগ্রী কলেজে ২জন ও সর্বনিম্ন অবস্থানে চিলমারী সরকারী কলেজে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেন জানান,পশ্চাৎপদ চিলমারী উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শির্ক্ষার্থীরা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়। যারা চিলমারীতে পড়াশুনার জন্য কলেজে ভর্তি হয় তাদের ফলাফল ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা আগামীতে আরও ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –