• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

রাজারহাটে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাটে পাটচাষীদের দিনব্যাপী পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ডিসেম্বর) সকাল ১০ টায়  উপজেলা অফিসার্স ক্লাবে পাটচাষীদের নিয়ে  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্যাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম খামার বাড়ির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিপ্লব কুমার মহন্ত, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল। আরো বক্তব্য দেন উপজেলা পাট অধিদপ্তরের হিসাব সহকারী জিয়াউর রহমান জিয়া,  সাংবাদিক আমিনুল ইসলাম প্রমূখ। পরে  পাট প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ হিসেবে পাটের তৈরি ব্যাগ বিতরণ করেন অতিথিরা। ওই প্রশিক্ষণে রাজারহাট উপজেলার ৭৫জন পাট চাষী অংশগ্রহন করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –