• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ভুরুঙ্গামারীতে মোবাইল চোরাকারবারি আটক-২ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই ভারতীয় মোবাইল চোরাকারবারী আটক করেছে বিজিবি ব্যাটালিয়ন।

গতকাল (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ধলডাঙ্গা বিওপি এলাকার আন্তর্জাতিক সীমানা ৯৭৫ নং- পিলার সংলগ্ন তিলাই কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে দুইজনকে আটকরা হয়েছে।

আটকৃতরা হলেন, ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার গ্রামের মোমিন হোসেন(২৫), বাবুল ইসলাম(২৪)।

জানা যায়, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মোবাইল ফোন আনার সময় মোমিন হোসেন ও বাবুল ইসলামকে আটক হয়। টহলরত বিজিবি দল কর্তৃক ০৪ টি ভারতীয় এন্ড্রোয়েড মোবাইল ফোন (সিজার মূল্য- ১,৪০,০০০ টাকা) সহ ০২ জন বাংলাদেশী যুবককে আটক করে। টহলের নেতৃত্বে দেন ধলডাঙ্গা বিওপির সুবেদার মোঃ মোজাম্মেল হক। 

আটককৃত আসামীদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি(১) (বি) ধারায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মোবাইল বাংলাদেশে আনার অপরাধে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করতঃ আদালতর মাধ্যমে কারাগারের প্রেরন কার্যক্রম প্রক্রিয়া রয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –