• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে বেগম রোকেয়া দিবস উদযাপন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৫জন জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়।

শনিবার সকালে ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী প্রমুখ। 

অনুভূতি প্রকাশ করেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সেলিনা সারমিন কাকলি। আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী হিসেবে মোছাঃ রোমানা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী মোছাঃ সেলিনা সারমিন কাকলি, সফল জননী মোছাঃ আঞ্জুয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে মোছাঃ সুফিয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছাঃ লাইজু আক্তারকে শ্রেষ্ঠ জয়িতার ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –