• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

চিলমারীতে নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের চিলমারীতে ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার সকালে শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন,সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১টি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে অংশ নিচ্ছেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪০১জন শিক্ষক। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছেন ২৫জন প্রশিক্ষিত মাষ্টার ট্রেইনার। বাংলা,ইংরেজী,ডিজিটাল প্রযুক্তি,জীবন ও জীবিকা,শিল্প ও সংস্কৃতি,বিজ্ঞান,ইতিহাস ও সামাজিক বিজ্ঞান,গণিত,স্বাস্থ্য সুরক্ষা,ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম বিষয় সমুহে ১৯,২০,২৩,২৪,২৬,২৭ ও ২৮ডিসেম্বর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন,প্রশিক্ষণ পরিচালক ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী,প্রশিক্ষণ সমন্বয়কারী একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হালিম ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলী প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –