• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩  

দস্যুতা মালায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলামকে গ্রেফতার  করছে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ। প্রায় এক যুগ থেকে পলাতক এ আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে গ্রেফতার করে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। দস্যুতা মাদকসহ ঢাকা, লালমনিরহাট এবং কুড়িগ্রামে তার নামে ৪ টি মামলা রয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লালমনিরহাট জেলায় ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হামিদুলকে

ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয় পুলিশি ফাঁদে ফেলে। শনিবার রাতে রাজারহাট একতা বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজারহাট উপজেলার মীরেরবাড়ি বিশবাড়ি পাঙ্গা এলাকায়। লালমনিরহাট জেলায় ২০১২ সালে দস্যুতার মামলা রুজু হয়। জামিন নেয়ার পর থেকে সে পলাতক ছিলো।  পলাতক থাকায় ২০২০ সালের প্রথম দিকে আসামীর অনুপস্থিতিতে ৫ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। উক্ত আসামী দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় অবস্থান করে আত্নগোপন করে। প্রায় একযুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না হামিদুলের। পুলিশের চৌকস টিম দীর্ঘ অনুসন্ধানে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার  হিসার পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।  একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –