• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিনদিন ধরে নতুন করে ফের তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ফলে এখানকার মানুষজন পড়েছেন বিপাকে।

সোমবার দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। মঙ্গলবার সকাল থেকে কুয়াশার সাথে আকাশ মেঘলা থাকায় ঠাণ্ডার মাত্রা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। ফলে দিনমজুর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন বিপাকে।

অতিরিক্ত ঠাণ্ডায় কাজে যেতে হিমশিম খাচ্ছেন তারা। কাহিল হয়ে পড়েছে জনজীবন। শিশু ও বৃদ্ধরাও পড়েছে মারাত্মক কষ্টে।
সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদী সংলগ্ন নদী পাড়ের বাসিন্দা ও শ্রমিক গোলজার হোসেন বলেন, ‌‘হামরা নদী এলাকার মানুষ। গত কয়দিন থাকি ঠাণ্ডা কমি গেছিল। কাইল থাকি যেমন করি ঠাণ্ডা পড়চে, তাতে কামত যাবার পাচ্ছি না। জারত (ঠাণ্ডা) হাত-পা বাইর করা যায় না। তা ছাড়া গরম কাপড়-চোপরও তেমন নাই।’

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, গত দু’দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করছে। তবে মঙ্গলবার এ তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং পর্যায়ক্রমে জানুয়ারিতে আরও কমে আসবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –