• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

পুলিশের কম্বল পেয়ে খুশি চরের বাসিন্দারা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

 
‘এডাই কাইও (কেউ) আসে নাই বাহে, তোমরা আসি কম্বল দিলেন। তোমাকগুলাক ধন্যবাদ।’ এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের নদীবেষ্টিত চর রাজীবপুর উপজেলার ঢুষমারা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া (৭০)। 

 শুধু সখিনা বেওয়া নন, ওই চরের সুরুজ ভান, কছভান ও আমেনা বেওয়াসহ অনেকেই পুলিশের দেওয়া কম্বল হাতে পেয়ে দারুণ খুশি হয়েছেন। তারা বলেন, ‘এতো জারের (শীত) মধ্যে হামার এডাই কাইও আসে নাই। আইজ পুলিশ আইসে, কম্বল দেইল (দিল), হামরা খুব খুশি। হামরা ওমার (তাদের) জন্য দোয়া করমো। 

সোমবার (১৫ জানুয়ার) জেলার চর রাজীবপুর উপজেলার ঢুষমারা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে সরকারের পক্ষে কম্বল বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। হাড় কাপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষেরা। কম্বল বিতরণের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি ও চকলেট বিতরণ করে পুলিশ। 

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো ফিল করছি। সাধ্যমতো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। 

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ  যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম প্রমুখ। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –