• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের রাজারহাটের সিন্ধুরমতি গ্রাম থেকে বিরল প্রজাতির মদনটাক (হারগিলা) নামে একটি পাখি আহত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাখিটির একটি ডানা ভাঙা ছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্টগ্রামের শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙুনিয়া পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ।

মঙ্গলবার পাখিটিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে সোমবার উপজেলার সিন্ধুরমতি গ্রামের জনৈক রতনের বাড়ি থেকে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগ।

জানা গেছে, সোমবার বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে সিন্ধুরমতি গ্রামে যান। সেখান স্থানীয় রতন নামের একজনের বাড়ি থেকে মদনটাক পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। পাখিটির একটি ডানা ভাঙা ছিল। চিকিৎসা শেষে আজ পাখিটিকে অবমুক্তের উদ্দেশ্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, মদনটাক পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমান পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে পাঠানোর ব্যবস্থা চলছে। পাখিটি বিপন্ন প্রজাতির পাখির তালিকায় রয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –