• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। তীব্র ঠান্ডায় পেশাজীবি ও শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পড়েছেন। রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরো দুই-চারদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, শীতের সঙ্গে প্রচুর ঠান্ডা বাতাস, এ বছর শীতের চিত্রটা ভিন্ন। আজও সেই কুয়াশা পড়ছে। চারিদিক ঢেকে গেছে, আমরা বয়স্ক মানুষ আমাদের হাঁটতে-চলতে খুব সমস্যা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –