• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ জানুয়ারি রাতে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজের ওপর থেকে উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (২৪) ও মোঃ ফিরোজ উদ্দিন (২১)কে ৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –