• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভূরুঙ্গামারীতে গাঁজার গাছসহ মাদক কারবারি আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

এতে জেলার ৫ উপজেলায় সিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরীতে ১ জন, নিয়মিত মামলায় কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় ১৫ জন, ফুলবাড়ীতে পুর্বের মামলায় ২ জন, ভূরুঙ্গামারীতে ১৫১ ধারায় ২ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

এছাড়া ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শনিবরার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা ঝালবাজার এলাকার মাদক কারবারি হামিদুল ইসলামকে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করে। 

পুলিশ জানায়,গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিল।খবর পেয়ে শনিবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –