• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির মতবিনিময়

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর আলী আসন্ন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। আজ দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী ডাকবাংলায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ হারুনর রশিদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বর্তমান সংগঠনের সম্পাদক মাইদুল ইসলাম,রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ অত্র উপজেলার ছয়টি ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –