• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

অবশেষে দত্তক দেয়া নবজাতক ফিরলো পরিবারের কাছে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভাবের তাড়নায় দত্তক দেয়া সেই সদ্য ভূমিষ্ট কন্যা সন্তান মুক্তিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন। শনিবার ১৭ ফেব্রুয়ারী রাতে বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের কক্ষে আনুষ্ঠানিকতা শেষে বাবার কাছে  মুক্তিকে হস্তান্তর করা হয়। মুক্তি ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন বানুরকুটি গ্রামের পাথর শ্রমিক শফিকুল -মরিয়ম দম্পতির পঞ্চম সন্তান।

এর আগে ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে জন্ম গ্রহন করে মুক্তি। পরে জন্মের ৫ ঘন্টা পরে প্রতিবেশি মামাতো বোন লাকী-আলমগীরের কাছে দত্তক দেয়া হয়। দত্তকের বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচরে বসে প্রসাশন। পরে রাতেই স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপে মুক্তিকে ফিরিয়ে দেয়া হয়।

অভিযোগ উঠেছিলো ২০হাজার টাকায় ওই কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলো তার বাবা শফিকুল ইসলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, টাকা নিয়ে আমার সন্তানকে আমি অন্যের কাছে বিক্রি করি নাই। অভাবের সংসারে এতগুলো সন্তানের ভরণ পোষণ করতে পারবো না বলে দত্তক দিয়েছিলাম।যাতে আমার সন্তানরা অন্যের হাতে ভালো থাকে। এর আগেও আরেক মেয়েকেও অন্যের কাছে দত্তক দিয়েছি।  এখন ফিরে পেয়ে খুশি হয়েছি।তবে বর্তমানে ছোট ছোট চার সন্তানের ভরণ পোষন নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,বাচ্চাটিকে দত্তক দেওয়ার খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে।ওই দম্পতি এরকম আরো একটি ঘটনা ঘটিয়েছেন তাই তাদেরকে সতর্ক করা হয়েছে ও স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়েছে যাতে তারা এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়। এ ছাড়া পরিবারটিকে সরকারি সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –