• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ মোকারামের 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের দিনমজুর কোরবান আলী ছেলে মোকারাম (২৩)। তার শরীরে বাসা বেঁধেছে লিপোড প্রোটিনোসিস নামের এক বিরল রোগ। 

টানা এক যুগের বেশি সময় ধরে লিপোড প্রোটিনোসিস রোগ নিয়ে কোনো রকম বেঁচে আছেন মোকারাম। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মোকারামের শরীরে এ রোগ ধরা পড়ে। ইচ্ছে করলেও হাটতে পারেন না বসতে পারেন না। পুরো শরীর ঢেকে গেছে এ রোগে। ছেলেকে সুস্থ করতে শেষ সম্বল বিক্রি করেও সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেননি মোকারামের বাবা কোরবান আলী। এমন অবস্থায় বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন দিনমজুর বাবা কোরবান আলী।

জানা গেছে, জন্মের পর থেকে মোকারাম সুস্থ ও সবল ছিল। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন মোকারাম। সারা শরীরে ব্যথা অনুভূত হলে মোকারামের বাবা ছেলেকে নিয়ে স্থানীয় চিকিৎসকের স্মরণাপন্ন হন। দীর্ঘদিন ডাক্তার কবিরাজ দেখিয়ে কাজ না হলে ঢাকা বিএসএমএমইউ হাসপাতালে ৪ মাস চিকিৎসা নিয়ে অর্থের অভাবে হতাশ হয়ে ফিরে আসেন তারা। 

কুড়িগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, এই রোগটি অত্যন্ত বিরল রোগ। জন্মের ৬ বছর বয়সে এই রোগীর দেহে দেখা দিয়েছে। লিপোড প্রোটিনোসিস রোগের কারণে রোগীর সর্ব শরীর কুচকিয়ে জীর্ণশীর্ণ হয়ে যায়। এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। তবে উন্নত চিকিৎসা করালে মোকারাম হয়তো সুস্থ হতে পারবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –