• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

রৌমারীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

কুড়িগ্রামের রৌমারীতে দিনমজুর সেজে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহিন (২৩)। এসময় তার কাছ থেকে ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে উপজেলার খাদ্য গুদামের সামনে থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত শাহিন রৌমারীর পার্শ্ববর্তী শেরপুর জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী শাহিন স্কুল ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে শেরপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলার খাদ্য গুদামের কাছ থেকে কৌশলে ২৬২ বোতল ফেনসিডিলসহ শাহিনকে গ্রেফতার করে।পরে তার নামে থানায় মামলা দিয়ে বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে রৌমারী থানা পুলিশের ওসি আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলোন, আমাদের পুলিশ সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে দিনমজুর সেজে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –