• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ভূরুঙ্গামারীতে ভারতীয় কাপড় জব্দ, গ্রেফতার ২ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ এবং সেইসাথে দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জব্দ করা ৬৬১টি শাড়ি ও থ্রি পিসের বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। জেলার ভূরুঙ্গামারী উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাপড়সহ ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার ভোররাতে উপজেলার সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার পূর্ব ভোট হাট গ্রামের আব্দুল হাকিম (৩২) ও মফিজুল ইসলাম (২৭)। 

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যগণ তাদের গ্রেফতার করে এবং শাড়ি ও থ্রিপিচ জব্দ করে।জব্দ করা কাপড়গুলোর বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। পরে তাদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –