• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

কুড়িগ্রামে ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৪  

তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. পূবন আখতার পর্যায়ক্রমে ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। 

এসময় নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের এ নির্বাচনে ৩ উপজেলার ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন । আগামী ২৯ মে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও তৃতীয় ধাপে এ ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –