• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আন্দোলনের সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

 
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আদায়ে রোডমার্চের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি ও দলের সঙ্গে যুগপৎ কর্মসূচিতে থাকা বিরোধী দলগুলো। তবে রোডমার্চের ধরন নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দুটি অংশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় অংশটি চাইছে আগামী কোরবানির ঈদের পর আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেয়া। আর তুলনামূলক ছোট কিন্তু প্রভাবশালী অংশটি মনে করছে- ঈদুল আজহার আগেই আন্দোলন চূড়ান্ত করা দরকার। 

গত কয়েক দিনে বিএনপির স্থায়ী কমিটি, সিনিয়র একাধিক নেতা ও বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলাপে এসব বিষয় উঠে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য ও যুগপৎ আন্দোলনে যুক্ত বিরোধী দলগুলোর নেতারা জানান, চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ প্রায় চূড়ান্ত করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিক ইস্যুতে প্রাথমিক কিছু কর্মসূচির পাশাপাশি চলতি মাসের শেষ দিকে রোডমার্চ পালন করবে বিরোধী দলগুলো। এক্ষেত্রে ঢাকা থেকে অন্যান্য বিভাগে রোডমার্চ করবে বিএনপিসহ বিরোধী দলগুলো। জুনের শেষ দিকে চূড়ান্ত রোডমার্চ ঢাকামুখী করার পরিকল্পনা রয়েছে নেতাদের।

বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত নেতারা বলছেন, রোডমার্চ ঢাকা থেকে অন্যান্য বিভাগ নাকি অন্যান্য বিভাগ থেকে ঢাকামুখী করা হবে-এ নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। স্থায়ী কমিটির বড় একটি পক্ষ চাইছে, আগামী কোরবানির ঈদের পর কর্মসূচি চূড়ায় নেয়া, অন্য প্রভাবশালী অংশটি মনে করছে, ঈদুল আজহার আগেই আন্দোলন চাঙা করে দাবি মানানো।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ থেকে দলীয় ছয়জন এমপির পদত্যাগের পর গত বছরের ১২ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় শেষ সমাবেশ নিয়েও দলের মধ্যে অনুশোচনা কাজ করছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –