– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রংপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে দুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছি: হুইপ স্বপন 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আগে আমাদের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। তখন আমরা বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ পৃথিবীর নামিদামি গণমাধ্যমে প্রচারিত সংবাদের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমানে আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছি। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দক্ষ রাষ্ট্রপরিচালনায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার অধিকারও তিনি প্রতিষ্ঠিত করেছেন।

সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সেই দায়িত্বশীলতা অক্ষুণ্ন রেখে মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি শুধু নেগেটিভ নয়; গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে পজিটিভ সংবাদ প্রকাশ করতে হবে। 

জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএএম মামুন খান চিশতী, জয়পুরহাট জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –