• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৪  

কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবলু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডাল কাটতে গাছে ওঠেন বাবলু। এ সময় অসাবধানতাবশত গাছের পাশে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হন তিনি। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তারা এসে দেখেন বাবুল মিয়া গাছের ডালে ঝুলে রয়েছেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাছ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উলিপুর থানার ওসি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –