• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশে নতুন শুরুর অপেক্ষায় মিচেল

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের দুঃখ ভুলে বাংলাদেশে নতুন শুরুর অপেক্ষায় নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল। টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার লক্ষ্য থাকলেও আপাতত বাংলাদেশ সিরিজই তার ভাবনায়।

চার বছর আগে কলিন ডি গ্র্যান্ডহোমের ইনজুরিতে টেস্ট দলে সুযোগ পান ড্যারিল মিচেল। হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই ৭৩ রানের ইনিংস খেলেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই কিউই ক্রিকেটারকে।

১৮ টেস্টে ১৩১৬ রান আর ৫৭ গড় জানান দিচ্ছে সাদা পোশাকেও রঙিন এ কিউই ব্যাটার। বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ঠিকই। তবে দলকে ফাইনালে তুলতে পারেননি। সে আক্ষেপ ভুলে নতুন মিশনে নামার অপেক্ষায় ড্যারিল মিচেল।

লাল বলে মিচেলের ক্যারিয়ার ঈর্ষণীয় হলে উপমহাদেশের কন্ডিশন বলছে ভিন্ন কথা। বাংলাদেশে প্রথমবার টেস্ট খেলবেন। মুম্বাই আর করাচিতে খেলার অভিজ্ঞতা থাকলেও এক হাফ সেঞ্চুরির বেশি করতে পারেননি।

বাংলাদেশের সঙ্গে শক্তি, ঐতিহ্যের দিক থেকে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। নতুন টেস্ট চক্রের শুরুটা ভালোভাবে করতে চায় তাসমান পাড়ের দেশটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। 

ড্যারিল মিচেল বলেন, বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ। কিউইদের জন্য এখানকার কন্ডিশনও বড় চ্যালেঞ্জ। নিজেদের মধ্যে কথা বলেছি। আসলে তাদের থেকে খুব বেশি এগিয়ে নেই আমরা। এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –