• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

দীর্ঘ তিন বছর কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে জুভেন্টাস। এ উপলক্ষে ক্লাবটিতে বইয়ে আনন্দের হাওয়া। এরই মধ্যে বিষাদের কালো মেঘ নেমেছে ইতালিয়ান ক্লাবটিতে।

শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে জুভেন্টাস। 

শুক্রবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘কোপা ইতালিয়া ফাইনালের সময় এবং এর পরে এমন কিছু আচরণ করেছে যা ক্লাবটির মূল্যবোধের সঙ্গে বেমানান বলে মনে করে।’

আতালান্তার বিপক্ষে সেদিন ফাইনাল ম্যাচে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন অ্যালেগ্রি। যেকারণে লাল কার্ড দেখতে হয় তাকে। এ নিয়েই ক্লাব অসন্তুষ ছিল তার ওপর। 

জুভেন্টাসের কোচ এমন আচরণ করতে পারেন না বলছিলেন ক্লাবের কর্তারা। সেই রেশ ধরেই শেষ পর্যন্ত বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে নিল ক্লাবটি।

চলতি মৌসুমে ইতালিয়ান লিগে এখন চতুর্থ অবস্থানে আছে জুভেন্টাস। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করে ফেলেছে আজ্জুরিরা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –