• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কয়েলের আগুনে পুড়লো গবাদি পশুসহ ঘর     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

 
দিনাজপুরের খানসামায় মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ছাঁই ৩টি ঘরসহ ৮টি গবাদি পশু ও ২০টি হাঁস-মুরগি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের সর্দারপাড়ায় পুলিশের এস আই মামুনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মামুনের বাড়ির অন্যান্য সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ওইবাড়ির জনৈক সদস্য গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। নিমিষেই আগুনে গোয়ালঘর, খড়িঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০টি হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে কমপক্ষে ৪-৫ লাখ টাকার ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মশা তাড়ানোর কয়েলের আগুনে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –