– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

শের আলী হত্যাকাণ্ডের মূলহোতা লাভলু গ্রেফতার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

রংপুরে চাঞ্চল্যকর শের আলী হত্যাকাণ্ডের মূলহোতা লাভলু মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাবর্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৮ মার্চ রংপুরের পীরগাছা উপজেলার ব্রাক্ষনিকুন্ডাস্থ এলাকার একটি খামারের কাজ থেকে শের আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ নারায়ণগঞ্জের কাঁচপুর উত্তরপাড়া থেকে আদম আলী ও রংপুরে মিঠাপুকুর এলাকা থেকে শ্রী কমলকে গ্রেফতার করে। র‌্যাবের অভিযানের পর মামলার মূলহোতা আত্মগোপনে চলে যান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাবর্তা থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শের আলীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –