– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি সালিশে কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রংপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে দুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চগড়ের আটোয়ারীতে সুপার ফোর ক্রিকেট খেলতে গিয়ে মোঃ আব্দুল্লাহিল বাকি (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক মোঃ সাইফুল ইসলামের কনিষ্ঠ সন্তান এবং হাজী সমীরউদ্দীন উচ্চ বিদ্যালয় হতে সে এবছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছিল।

শিক্ষার্থীর পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় মাদ্রাসা মাঠে ১১ সেপ্টেম্বর বিকেলে সে সহপাঠীদের নিয়ে সুপার ফোর ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায় বাকি তার বুকে ব্যাথা অনুভব করে এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রতিষ্ঠানটির প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির বাকি কে মৃত ঘোষনা করেন। ১২ সেপ্টেম্বর বিকেলে শিক্ষার্থীর দাফন কার্য্য সম্পাদন হবে। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –