• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

অসহায় দুস্থদের মাঝে বেরোবি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, দুস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রায় দুই শতাধিক ব্যক্তির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান শামীম প্রমুখ। 

সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি লুবনা হক মিমি, সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দীন, ছাত্রলীগ নেতা নাঈম, মমিন, বাবুল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –