• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪  

মালয়েশিয়া প্রবাসী দুই ভাই নাসিম ও জীবন। দীর্ঘ ৯ বছর পর বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে নিজেদের গ্রামে ফিরেছেন তারা। স্কুলের মাঠে হেলিকপ্টার আসার খবরে মুহূর্তের মধ্যে জড় হন শত শত উৎসুক জনতা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় দুই প্রবাসীর পরিবার ও আত্মীয় স্বজনসহ মাঠ ভর্তি হাজারও মানুষ উপস্থিত ছিলেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানান, জীবনে কখনো এত কাছ থেকে হেলিকপ্টার দেখেনি তারা। এলাকায় উৎসবের আমেজ শুরু হয়েছে। এর আগে আমাদের গ্রামে কেউ হেলিকপ্টারে চড়ে আসেনি। তাই এরা আমাদের এলাকার গর্ব। দীর্ঘদিন পর হেলিকপ্টারে এলাকায় আসায় তারা নজর কেড়েছেন। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা।

দুই প্রবাসীর স্বজনরা জানান, ৯ বছর আগে নাসিম ও জীবন পরিবারে সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে গিয়ে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার অসহায় পরিবারকে সহযোগিতা করেন। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেন।

মালয়েশিয়া প্রবাসী নাসিম বলেন, বর্তমানে দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। গ্রাম অনেক উন্নত হয়েছে।

প্রবাসী জীবন বলেন, বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি আসলাম। অনেক মানুষ এসেছে খুব ভালো লাগল। তবে অনেক পরিচিত কাছের আত্মীয়দের হারিয়েছি আমরা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –