• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৪  

পঞ্চগড়ে দাখিল পরীক্ষার্থী মো. শাহাজাহানের ইমপ্রুভ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন মো. মাহাফুজ আলী নামে এক ভুয়া পরীক্ষার্থী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্র থেকে তাকে শনাক্ত করা হয়। আটক ভুয়া পরীক্ষার্থী আটোয়ারী উপজেলার ধামোর সরকার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

জানা যায়, মাদরাসা বোর্ডের অধীনে ২০২৪ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই কেন্দ্রে গিয়ে প্রক্সি দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে (রোল: ১২১১৪৬) শনাক্ত করেন। পরে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –