• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সুবর্ণ এক্সপ্রেসে আজ থেকে যুক্ত হচ্ছে কোরিয়ান রেক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার থেকে নতুন এই রেক নিয়ে চলবে ট্রেনটি।

সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুবিধার্থে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কোরিয়া থেকে সদ্য আমদানি করা নতুন কোচ দ্বারা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেন দুটির নম্বর হচ্ছে ৭০১ ও ৭০২। প্রতিস্থাপিত নতুন কোরিয়ান রেক দ্বারা আগামী ৬ জুন থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে।

নতুন রেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৩৬টি বগির ওপর থাকবে ১৮টি কোচ। পুরো রেকের আসন সংখ্যা হবে ৮৯০টি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –