• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মূল্যস্ফীতি কমানোর প্রক্রিয়া হলো সুদহার বাড়ানো: প্রতিমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪  

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার ব‌লে‌ছেন, মূল্যস্ফীতি কমানোর একটা প্রক্রিয়া হলো সুদহার বাড়ানো। সরকার কর জিডিপি রেশিও বাড়াতে আগ্রহী।

মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এ তথ‌্য জানান তিনি।

আসন্ন বাজেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিফলন ঘটবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ১১টি বিষয় বাজেটে প্রতিফলিত হয়। এর বাইরেও সরকারের কিছু বিষয় আছে সেগুলোও মাথায় রেখে বাজেট করা হবে।

তিনি বলেন, আসছে বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকার। এরই ম‌ধ্যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করেছি।

শহীদুজ্জামান সরকার বলেন, আমরা প্রকৃত অর্থে মুক্ত অর্থনীতির অনুসারী না, আমরা কল্যাণকর অর্থনীতির অনুসারী। কল্যাণ অর্থনীতিতেই চলছে বাংলাদেশ।

প্রাক বাজেট আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিকেএমইএর নেতারা, অর্থনীতিবিদসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –