• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বিআরটিএর অভিযানে ৪০৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

সারাদেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০৪টি মামলা দায়ের করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (বিআরটিএ)। নানা অপরাধে ৯ লাখ ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দিনভর বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা আনতে আট বিভাগে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। এ অভিযান ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।

বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –