• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

রাজারহাটে ১২জন প্রার্থীর প্রতীক বরাদ্দ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২৪  

দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাচনে বৃহস্পতিবার (২মে) ১২জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দিয়েছে রির্টানিং অফিসার।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪জন সহ ১২জনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বৃহস্পতিবার (২মে) জেলা রির্টানিং অফিসার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি (মটর সাইকেল), আবুনুর মোঃ আক্তারুজ্জামান (আনারস), আবু তালেব সরকার (কাপপিরিচ) ও এটিএম ফিরোজ মন্ডল (ঘোড়া) ও ভাইস চেয়ারম্যান পদে আশিকুল ইসলাম মন্ডল সাবু (মাইক), অজয় কুমার সরকার (চশমা), নাজমুল হুদা নাজু (টিউবয়েল) ও  আবদুল ওয়াহেদ সরকার (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুরাইশি লায়লা ফেরদৌসি বিথী (হাঁস), ফারজানা আক্তার (কলস), মাধবী রানী (ফুটবল) ও রতনা বেগম (ফ্যান)কে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক বরাদ্দ শেষে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন রির্টানিং অফিসার। এ সময় সহকারী রির্টানিং অফিসারগণ উপস্থিত ছিলেন। এ উপজেলায় মোট ভোটার ১০৪২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২০১৫ জন ও মহিলা ভোটার ৫২২১৩ জন। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –