• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সনদ বাণিজ্য বন্ধ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করার মাধ্যমে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ হয়েছে।

রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কোর্সের জন্য মোট ক্রেডিট আওয়ারস ও সেমিস্টার পূর্ব থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা সংশ্লিষ্ট সব অনিয়ম বন্ধে কতিপয় অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সব আউটার ক্যাম্পাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া দূরশিক্ষণে শিক্ষা কার্যক্রম পরিচালনাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম-সিলেবাসের ইউনিফরমিটি আনয়নের লক্ষ্যে স্ট্যান্ডার্ড সিলেবাস গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে এবং তা বিশ্বমান পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল অ্যাক্ট-২০১৭ সালে জাতীয় সংসদে পাস হয়েছে এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বর্তমানে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরেক সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমানে সারাদেশে চার হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা সরকারের আপাতত নেই।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –