• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পায়রার ভাঙন রোধে ৭৫১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

 
বরগুনায় পায়রা নদীর ভাঙন রোধে শহররক্ষা বাঁধ নির্মাণ, ব্লক বসানো ও চাওরা খাল পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার ও স্লুইসগেট নির্মাণে ৭৫১ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু।

সভায় আরো বক্তব্য দেন- আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –