• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

এরদোগানকে সমর্থন দিলেন সিনান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৩  

তুরস্কের জাতীয় নির্বাচনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটগ্রহণে তৃতীয় স্থান অধিকার করা সিনান ওগান এবার দ্বিতীয় ধাপে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন দিয়েছেন।

সোমবার তুরস্কের আঙ্কারায় এক কনফারেন্সে এরদোগানকে সমর্থনের কথা জানান তিনি।

সিনান ওগান বলেন, তার প্রচারণা তুরস্কের জাতীয়তাবাদ গঠনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে নিজের কর্মী ও সমর্থকদের এরদোগানকে সমর্থনের আহ্বান জানিয়ে সিনান বলেন, এ সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য সঠিক।

তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার গ্রহণ করবেন।

এবারের নির্বাচন এরদোগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোলু।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –