• মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩০ ১৪৩১

  • || ১০ রবিউস সানি ১৪৪৬

মাদ্রিদের ব্যস্ত রাস্তায় হেলিকপ্টার বিধ্বস্ত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩  

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি ব্যস্ত সড়কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সময় হেলিকপ্টারটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে। শহরটির জরুরি পরিষেবাগুলোর বরাতে রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে দুইজন ব্যক্তি ছিলেন। তাদের একজন পায়ে হেঁটে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। অন্যজনকে দমকলকর্মীরা ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছেন।

জরুরি পরিষেবাগুলো জানায়, দুর্ঘটনায় মোট দুজন আহত হয়েছেন, যার মধ্যে হেলিকপ্টার আঘাত করা গাড়ির চালকও রয়েছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজনের মাথায় হালকা আঘাত লেগেছে। আরেকজনের উরুর হাড় ভেঙে গেছে। তৃতীয়জন হালকা আঘাত পেয়েছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –