• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত বাঁধ নির্মিত হবে: প্রতিমন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, পরিকল্পিতভাবে পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। কোনো কাজ তাড়াহুড়ো করে হয় না, এ কাজও হবে না, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা দূর করার।

মঙ্গলবার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমি হেলিকপ্টার থেকে দেখতে পেলাম এখনো জলাবদ্ধতা রয়েছে। বাদুরতলা খালে দেখলাম বাঁধ দেওয়া, এই খাল থেকে নদীতে পানি নামতে পারছে না। দেখলাম চারদিকে রাস্তা, মাঝখানে জলাবদ্ধতা। এই পানি বের করতে হলে লম্বা খাল কাটতে হবে। এছাড়া পানি নামবে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোথাও জলাবদ্ধতা রাখা যাবে না। প্রয়োজনে জলাবদ্ধতার জায়গায় পানি নামিয়ে দেওয়ার জন্য বলেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যত বেশি গাছ লাগাবেন, তত বেশি দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পাবো এবং বেড়িবাঁধ ভাঙন কম হবে। আপনাদের বাড়ির পাশে এবং নদীর পাশে গাছ লাগানোর পরে যদি ঘর এবং বেরিবাঁধ ভাঙে তাহলে আমি নিজে করে দেবো।  

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- বরগুনা ১ আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম সরোয়ার টুকু, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোহা. রফিকুল ইসলাম, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –