• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ২ দিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  

 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবু তালেব নামের এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামের কুটি তামিরুল উম্মাহ নুরানী মাদরাসার কক্ষ হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবু তালেব একই ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। এর আগে গত ১৮ এপ্রিল ফজর নামাজের পর হতে আবু তালেব নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ১৮ এপ্রিল রাতে সেহরি খেয়ে পার্শ্ববর্তী মসজিতে ফজরের নামাজ পড়ে আর বাড়ি ফিরেননি আবু তালেব। আজ বৃহস্পতিবার দুপুরে মাদরাসার কক্ষের মেঝেতে তার মরদেহ পান স্বজনরা।

আবু তালেবের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ১৮ এপ্রিল ফজরের পর থেকে ভাই বাড়িতে ফিরেননি। ঈদ উপলক্ষ্যে মাদরাসা বন্ধ থাকায় সেখানে যাবে এটা আমাদের চিন্তায় আসেনি। দুই দিন ভাইকে বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদরাসায় গিয়ে মেঝেতে তার মরদেহ দেখতে পাই। এ সময় মাদরাসার গেট ও দরজা খোলা ছিল।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, প্রাথমিকভাবে মাদরাসা শিক্ষকের মৃত্যুটি অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –