• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২৩  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শাহরিয়ার হোসাইন চমক (১৯) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ মে) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ আদেশ দেন।

শাহরিয়ার হোসেন চমক ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। তিনি ভুরুঙ্গামারী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।

আদালত সূত্র জানায়, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কলেজ থেকে ফেরার সময় মো. শাহরিয়ার হোসাইন চমক (১৯) তার গতিরোধ করে চলন্ত অটোরিকশায় উঠে উত্ত্যক্ত করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম তাকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –