• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

কুড়িগ্রামে সফল মায়েদের সম্মাননা প্রদান

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

 
কুড়িগ্রামে বিশ্ব মা দিবস উপলক্ষে নিজ সন্তানের সাফল্য ও স্বপ্নজয় করা মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রবিবার দুপুরের দিকে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম সম্মাননা প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ফাল্গুনী তরফদার প্রমুখ।

অনুষ্ঠানে সফল ও স্বপ্নজয়ী মা হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার হাটিরপাড় এলাকার নিয়তি রাণী সরকার ও নাগেশ্বরী উপজেলার এলিজা আক্তার জাহানকে সম্মাননা জানানো হয়। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –