– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

ফুলবাড়ীতে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ আগস্ট ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলিফ। সে ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির তাদের নিজ বাড়ির উঠানে খেলতে খেলতে এক পর্যায়ে সকলের অগোচরে সে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা।পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে সেই পুকুরে পড়েছে সন্দেহে খোঁজ করতে থাকে তার স্বজনরা।এরপর অনেক খুঁজে পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –