• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রৌমারী উপজেলাধীন প্রজেক্ট সমূহের বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বাস্তবায়নাধীন প্রজেক্ট সমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পর্যালোচনা সভায় রৌমারী উপজেলাধীন সড়কপথ নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও বিভিন্ন সরকারী ভবণ নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে  আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম মন্ডল পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পল্লী প্রতিষ্ঠান ও সমন্বয় উইং এর উপ-প্রধান (উপ-সচিব)মোঃ ইমান আলী,চেয়ারম্যান, রৌমারী উপজেলা পরিষদ , মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা রৌমারী, মোঃ মোজাফ্ফর হোসেন,ভাইস-চেয়ারম্যান, রৌমারী উপজেলা পরিষদ, মাহমুদা আক্তার স্মৃতি, মহিলা ভাইস-চেয়ারম্যান,রৌমারী উপজেলা পরিষদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –