• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজারহাটে মানববন্ধন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিনাই বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে, সিনহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কবরুল হক মাস্টার এর পুএ মাহমুদ উল ফেরদৌস (মামুন) এর হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ সকাল ১১টায় সিনাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সিংহীমারী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডঃ এরশাদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, নিহতের বাবা, আত্মীয়-স্বজন ও উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। 

উল্লেখ্য, গত ০৯-১০-২৩ তারিখ মৃতঃ মাহমুদ উল ফেরদৌস (মামুন) নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়  এবং গত ১৬-১০-২৩ তারিখ কুড়িগ্রাম শহরস্থ আরডিআরএস এর পিছনে ডোবা হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

এবিষয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –